মনিশঙ্কর
একটি কবিতায়
কবি মনিশঙ্কর
প্রিয় তারাটি সেদিনও শিখরবাসী ছিল– মুথোঘাসের দেশে সযত্নে ললিত ছিল বিশ্বাস। ভেবেছিল, শিশিরের দেহ ধরে সব নদী আর তারা শুধু বুঝি তার!
এমনিই তারাবিলাসী আমি– তুমি নেহাত বিষাদ সেচা হাত! নেমেছো যতটা ততটা দূরত্ব – চূড়া কিংবা গর্ভ অভিযান সবই তোমার স্বেচ্ছাচার।
তবু আজ মাটির বসতি– ঘুমে বসা ব্যথাদীর্ণ ঘাস বাসনায় বিনয়-সম্ভাষণ! এইতো জানুপাতা সন্ধ্যা– আর ভালোবাসার আশ্বাস...
Comments
Post a Comment