অরুণ কুমার চক্রবর্তী
একটি কবিতায়
কবি অরুণ কুমার চক্রবর্ত্তী
জিয়োলমাছ
যথার্থই আমরা আজ কেউই কাউকেই চিনতে পারছি না ---
পাশাপাশি আছি, দেখা হয়, আবার হয়ও না,
কথা হয় ,আবার হয়ও না,
নানান আড়ালে কলকাঠি নড়ে ওঠে খুব ,
কে জানে কার কল,কার কাঠি,কেউ কেউ স্থির জুবুথুবু,
বেহিসেবী মেধার খরচ নিয়ত প্রতিদিন, কিছু কিছু জানা থাকলেও অনেকটাই অজানা ,
বৃত্তে ঘুরে ঘুরে ঘুরন্ত পোকার দল চারপাশে লোক হয়ে ওড়ে,
অনায়াসে কোথাও মনুষত্ব পোড়ে, কোথাও বা জাগে , খবরও রাখে কেউ কেউ , ঠিক মৃত্যুর আগে পরিষেবা চেয়ে চেয়ে ফিরে যেতে হয়, সে নাকি বি.পি.এল, এই পরিচয়
কিছুতেই ঘুচল না এই অপবাদ
এই হাইটেক যুগে অনিবার্য অপরাধ
বি.পি.এল তালিকায় থাকা ,ঝকঝকে তকতকে
বিজ্ঞাপনী মায়ায় ফসল কে
আটকাবে ?? কাঙ্খার রাজনীতি যে জেড ব্ল্যাক কালো
ওরাই তো জিয়োলমাছ অভাবের আলো .....
Comments
Post a Comment