সম্পাদকীয়

 



কেন আর একটি পত্রিকা...

শুরুতেই সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 'নৌবত'  চতুর্থ সংখ্যাটি দুটি অংশে প্রকাশ করতে হলো।

স্বাভাবিকভাবে অনেকের মনে প্রশ্ন--কেন একই সংখ্যার দুটি অংশ। সোজাসুজি বললে দাঁড়ায়, প্রযুক্তিগত সমস্যা।

তাই,এই অংশের আলাদা করে কোন সম্পাদকীয় বা প্রচ্ছদ রাখা হল না। 

আসলে সকল কবি-লেখকবন্ধুদের স্থান দেওয়ার ভাবনা থেকে এই কাজটুকু করতে হলো। বিনীতভাবে মার্জনা চাইছি সকলকে একসঙ্গে রাখতে না পারায়। আশা করি আমার এই অক্ষমতাকে নিজ গুণে ক্ষমা করবেন। ধন্যবাদ

Comments

Popular posts from this blog

মনিশঙ্কর

মজিদ মাহমুদ

কবি ও চলচ্চিত্র পরিচালক আমীরুল আরহাম