সম্পাদকীয়
কেন আর একটি পত্রিকা...
শুরুতেই সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 'নৌবত' চতুর্থ সংখ্যাটি দুটি অংশে প্রকাশ করতে হলো।
স্বাভাবিকভাবে অনেকের মনে প্রশ্ন--কেন একই সংখ্যার দুটি অংশ। সোজাসুজি বললে দাঁড়ায়, প্রযুক্তিগত সমস্যা।
তাই,এই অংশের আলাদা করে কোন সম্পাদকীয় বা প্রচ্ছদ রাখা হল না।
আসলে সকল কবি-লেখকবন্ধুদের স্থান দেওয়ার ভাবনা থেকে এই কাজটুকু করতে হলো। বিনীতভাবে মার্জনা চাইছি সকলকে একসঙ্গে রাখতে না পারায়। আশা করি আমার এই অক্ষমতাকে নিজ গুণে ক্ষমা করবেন। ধন্যবাদ
Comments
Post a Comment